5034

03/12/2025 আম ও তরমুজ ফ্রিজে রাখবেন না

আম ও তরমুজ ফ্রিজে রাখবেন না

লাইফস্টাইল ডেস্ক

১৯ জুন ২০২১ ১৭:৪৯

আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমে উপস্থিত নানা উপাদান দেহে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। গ্রীষ্মকালীন আরেকটি ফল তরমুজ। তরমুজ শরীরকে হাইড্রেট করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে। কিন্তু আম ও তরমুজ ফ্রিজে রেখে খেলে হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আম ও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া উচিত নয়।

আম ও তরমুজে পানির পরিমাণ বেশি থাকে যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে। কিন্তু ফ্রিজে রাখা এই ফল খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। কম তাপমাত্রায় এই ফল গুলোর গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই ফল দুটি অ্যান্টিঅক্সিডেন্ট সম্বৃদ্ধ। তাই প্রয়োজন না থাকলে এই ফলগুলো ফ্রিজে রাখা উচিত নয়।

কেটে রাখা আম বা তরমুজ কখনই ফ্রিজে রাখা উচিত নয়। এতে করে ফলের স্বাদ ও রঙ কমে যায় এবং কাটা অবস্থায় রাখলে ফলে ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

ঘরের তাপমাত্রায় ফল রাখলে ফলের গুণাগুণ বজায় থাকে। সেই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট গুণও ভালো থাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]