5062

04/19/2024 ভাসানচরে কাতার চ্যারিটির ২ লাখ কেজি খাদ্যসামগ্রী বিতরণ

ভাসানচরে কাতার চ্যারিটির ২ লাখ কেজি খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২১ ০১:৩৭

ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীর মাঝে তিন দফায় প্রায় ২ লাখ কেজি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি। গত তিনমাসে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা, চিড়া, ড্রাই ফিশ ও আলু।

ভাসানচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্ত্বাবধায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় কাতার চ্যারিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাতার চ্যারিটির রিলিফ কো অর্ডিনেটর তানভীর এলাহী জানান, ভাসানচরে প্রথম ধাপে ৩৩,৭৬০ কেজি, দ্বিতীয় ধাপে ৮৩৬০৬ কেজি এবং তৃতীয় ধাপে ৬৯, ০৫৯ কেজি খাদ্য বিতরণ করা হয়েছে। এর ফলে ২৫০০ পরিবার পুরো এক মাসের প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়েছে।

কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো: আমিন হাফিজ ওমর বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা নানাবিধ মানবিক সংকটে রয়েছেন। একটি মানবিক দাতব্য সংস্থা হিসেবে কাতার চ্যারিটি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও খাদ্যবিতরণসহ জরুরি সহায়তামূলক নানা কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]