5079

04/04/2025 করোনার হটস্পট খুলনা 

করোনার হটস্পট খুলনা 

খুলনা ব্যুরো

২৪ জুন ২০২১ ১৬:৩৪

করোনার নতুন হটস্পট এখন খুলনা বিভাগ। চলতি মাসের কয়েকদিনের সংক্রমণে আক্রান্তের হার বেড়েছে ৪ গুণ আর মৃত্যু ৩ গুণ। এরমধ্যে ৫১ থেকে ষাটোর্ধ্ব যারা তাদের মৃত্যুই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই টিকা নেননি, এছাড়াও আছে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব।

খুলনা বিভাগে করোনা সংক্রমণের হার বাড়লেও বাড়েনি সচেতনতা। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩১২ জন আর মৃত্যু ৭৩। চলতি মাসে মাত্র ২৩ দিনেই সে সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। বিপরীতে মৃত্যু প্রায় আড়াইশো।

এক পর্যবেক্ষণে মিলেছে, চলতি মাসে যারা মারা গেছেন তাদের মধ্যে ৫০ থেকে ৬০ বছর বয়সী মানুষের সংখ্যাই বেশি। তারপরও এলাকায় নেই স্বাস্থ্যবিধির বালাই। অনেকের ধারণা সংক্রমণ ছড়িয়েছে হাসপাতাল ও বাজার থেকে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আক্রান্তের হার বাড়ার কারণ ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট। তাছাড়াও, হাসপাতাল ও বাজারে লোক সমাগম যতটা বেড়েছে তাতে সামনে আরো খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের তথ্যে মিলেছে করোনার টিকা নেয়ার পরও কিছু সংখ্যক মানুষ ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]