5099

03/13/2025 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধান এস এম শফিউদ্দিনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন ২০২১ ১৭:৪৫

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এর আগে স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি লেখেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করবে জাতি।

এছাড়া ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত করেন তিনি। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য যাত্রা করেন সেনাপ্রধান।

গত ২৪ জুন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‍্যাংক ব্যাজ পরানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]