5162

04/04/2025 করোনার টিকা নিয়ে যুবকের মৃত্যু

করোনার টিকা নিয়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২ জুলাই ২০২১ ১৭:০১

করোনাভাইরাসের টিকা নেয়ার কয়েক দিন পর এক যুবক মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের গড়িয়া বোড়াল লেকপোল এলাকায়।

মৃত ওই যুককের নাম সুরজিৎ ব্যানার্জি। বয়স ২৭ বছর। গত ২২ জুন এলাকার আতাবাগান আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে তিনি ভ্যাকসিন নিয়েছিলেন।

কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভ্যাকসিন নেয়ার পরই অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ। প্রথমে জ্বর আসে। সেটা দু‌দিন ছিল। তারপর বমি হতে শুরু করে। এমনকি সারা গায়ে ছোপ ছোপ কালো দাগ দেখা দিতে শুরু করে।

বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার আতাবাগান আরবান প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবার।

সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা এসএসকেএম হসপিটালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে বাঘাযতীনের কাছে মারা যান ওই যুবক।

এ ঘটনার কথা এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের জানিয়েছে পরিবার। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে এখন ভুয়া ভ্যাকসিনের ঘটনায় তোলপাড়। সেখানে এ ঘটনা আরও আতঙ্ক ছড়ালো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]