5206

04/04/2025 করোনার টিকা নেওয়ায় বয়সসীমা কমলো

করোনার টিকা নেওয়ায় বয়সসীমা কমলো

নিজস্ব সংবাদদাতা

৫ জুলাই ২০২১ ২২:৩০

টিকা দেওয়ার বয়সসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ৩৫ বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা টিকার জন্য রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।

সোমবার (০৫ জুলাই) ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

এর আগে ৪০ ঊর্ধ্বসহ ১৮ ক্যাটাগরিতে অগ্রাধিকারভিত্তিতে টিকা দেওয়া হতো। এবার সেই অগ্রাধিকার তালিকায় যোগ হয়েছে কৃষক ও শ্রমিক জনগোষ্ঠী। তবে কৃষক ও শ্রমিকদের তালিকা আসতে হবে কৃষি মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় থেকে।

কৃষক ও শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়ে ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব বলেন, টিকা নিতে বর্তমানে তিন ক্যাটাগরিতে নিবন্ধন করতে হচ্ছে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে কৃষক ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশন সবার জন্য খুলে দেব।

ডা. শামসুল হক আরও বলেন, গতকাল এসব বিষয়ে সভা করে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যেহেতু রেজিস্ট্রেশনের বিষয়টি আইসিটি মন্ত্রণালয় দেখছে, তাই তাদের তালিকা পাঠানো হচ্ছে। তারা সব কাজ আগামী কয়েকদিনের মধ্যে শেষ করে ফেললেই আমরা আগের মতো সবার জন্য রেজিস্ট্রেশন শুরু করার ঘোষণা দেব। তবে খুব বেশি সময় লাগবে না, অতি অল্প সময়ের মধ্যেই সেটা শুরু হবে বলে জানান ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব।

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, টিকার নেওয়ার বয়সসীমা কমানোর বিষয়টি জোরালো বিবেচনায় আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]