5218

04/04/2025 কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

জেলা সংবাদদাতা, গাজীপুর

৭ জুলাই ২০২১ ০১:৪১

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. মুকুট মিয়া (২৬) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুয়া দামারহাট গ্রামের মো. রওশন আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

জানা গেছে, ঘটনার শিকার কিশোরী (১৩) পরিবারের সঙ্গে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া থাকে। বাবা-মা স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করার সুবাদে ভিকটিম কিশোরী বাসায় একা থাকতো। ওই সুযোগে মুকুট গতকাল সোমবার ফুসলিয়ে কিশোরীকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরিববারকে জানালে রাতেই কোনাবাড়ী থানায় মামলা করেন কিশোরীর মা।

জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতের আদেশে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]