5275

03/14/2025 ‘বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াংকা ও নিকের’

‘বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াংকা ও নিকের’

বিনোদন ডেস্ক

১১ জুলাই ২০২১ ২৩:৪৭

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী গায়ক নিক জোনাসের বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল আর খান।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে এমন মন্তব্য করেছেন তিনি।

কমল খান লেখেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়াংকা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

তবে নিক-প্রিয়াংকাকে নিয়ে কমলের এমন টুইট হজম করতে পারেননি নেটিজেনরা। তারকা দম্পতিকে নিয়ে এ ধরনের মন্তব্যকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন অনেকেই।

কিছু দিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমল খান। তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার নারীকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়।

কমলের মতে, ক্যাটরিনা কাইফ বা ফাতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]