চিত্রনায়িকা পরীমনিকে আটকের পর এবার আলোচিত প্রযোজক ও অভিনেতা রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আটকের খবর পাওয়া গেছে।
বুধবার (০৪ আগষ্ট) রাত ৮টার দিকে র্যাবের একটি দল বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তবে রাজকে আটকের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি র্যাব।
তবে তার বাসায় অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি।
এর আগে বিকালে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় নায়িকার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণমদ জব্দ করে। দীর্ঘ অভিযান শেষে পরীমনিকে আটক করে নিয়ে যায় র্যাব।