5527

03/13/2025 লবিংয়ের মাধ্যমে ফোর্বস ম্যাগাজিনে পরীমনি!

লবিংয়ের মাধ্যমে ফোর্বস ম্যাগাজিনে পরীমনি!

বিনোদন ডেস্ক

৬ আগস্ট ২০২১ ১৭:২৮

গত বছর এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। সেখানে জায়গা করে নেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

কথিত আছে, প্রভাবশালীদের ক্ষমতার বলয়ে থেকে লবিংয়ের মাধ্যমে ফোর্বসে জায়গা করে নেন তিনি। ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত অ্যাকটিভ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ রকম ১০০ কণ্ঠশিল্পী, ব্যান্ডশিল্পী, চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীকে নিয়ে তালিকাটি তৈরি করেছিল ফোর্বস।

পরী ব্যাপক ভ্রমণপিপাসু। উৎস অজানা থাকলেও বিপুল অর্থ ব্যয় করে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বেড়াতে যেতেন। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে তাকে দেখা গেছে একটি বিলাসবহুল প্রমোদতরী নিয়ে সাগরে ঘুরে বেড়াতে। সে সময় তিনি বুর্জ আল খলিফার প্রেসিডেন্ট স্যুটে ছিলেন। সেখানকার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেন এ নায়িকা।

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]