5793

03/16/2025 কাবুলে আত্মঘাতী হামলায় শিশুসহ ৩ ব্রিটিশ নাগরিক নিহত

কাবুলে আত্মঘাতী হামলায় শিশুসহ ৩ ব্রিটিশ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট ২০২১ ১৭:১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার আইএসের আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে এক শিশুসহ তিনব্রিটিশ নাগরিকও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এতে তিনি বলেন, আমরা গভীর শোক প্রকাশ করে জানাচ্ছি যে, কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো আত্মঘাতী হামলায় এক শিশুসহ যুক্তরাজ্যের তিন নাগরিক নিহত হয়েছেন।

সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় নিরপরাধ ওই ব্রিটিশ নাগরিকরা প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব।

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। ভয়াবহ ওই হামলায় ১৩ মার্কিন সেনা ও তিন ব্রিটিশ নাগরিকসহ ১৭০ নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান শাখা।

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এসব ঝঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন। পেন্টাগনের প্রেস সচিব জন কিবরি বলেন, আমরা মনে করি হামলার আরও হুমকি রয়েছে।

এদিকে, শনিবার (২৮ আগষ্ট) ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই হামলায় এক আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]