5842

03/16/2025 খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জেলা সংবাদদাতা, চুয়াডাঙ্গার

৩০ আগস্ট ২০২১ ১৬:২১

চুয়াডাঙ্গার জীবননগরে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পার্শ্ববর্তী তিনটি স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন উথলী রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রেন পার্বতীপুর যাচ্ছিল। এ সময় উথলী রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেয়া হয়। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

এ ঘটনায় দর্শনা, আনছারবাড়িয়া এবং সাবদালপুর রেলওয়ে স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে বলেও জানান তিনি ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]