5847

03/16/2025 এবার কাবুল বিমানবন্দরের ভেতরে রকেট হামলা

এবার কাবুল বিমানবন্দরের ভেতরে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট ২০২১ ১৭:৩০

সোমবার (৩০ আগষ্ট) সকালে আফগানিস্তানের কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি রকেট হামলা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

কাবুল বিমানবন্দরের ভেতরে মার্কিন সামরিক বাহিনীর লোকজনের নিরাপত্তায় সি-আরএএম ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ফলে সোমবার সকালে ছোঁড়া রকেটগুলো সি-আরএমে ধরা পড়ে।

আজকের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে সোমবার সকালে কয়েকবার বিস্ফোরণের খবর প্রকাশ করা হয়। এদিন সকালে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনতে পান।

গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]