5849

03/16/2025 কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ নিহত ৯

কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট ২০২১ ১৮:১২

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ড্রোন হামলায় আফগানিস্তানের কাবুলে একটি আবাসিক এলাকার একটি পরিবারের ছয় শিশুসহ নয় জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল রোববার বিকেলে কাবুলে খাজে বুগরা এলাকার ওই বাড়িতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে, যাদের মধ্যে দুই বছরের একটি মেয়েও রয়েছে। নিহতদের এক ভাই সিএনএনের স্থানীয় সাংবাদিককে এসব তথ্য জানিয়েছেন। নিহতেরা হলো—জামারাই (৪০), নাসির (৩০), জামির (২০), ফায়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

আরও পড়ুন : এবার কাবুল বিমানবন্দরের ভেতরে রকেট হামলা।

ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, তাঁরা একেবারেই একটি সাধারণ পরিবার। তিনি বলেন, ‘আমরা আইএস কিংবা দায়েশ নই, আর এটা একটি পারিবারিক বাড়ি ছিল।’

হামলাস্থলের ছবি সিএনএনের হাতে এসেছে। মার্কিন সামরিক কর্মকর্তা হামলার স্থানের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ইউএস সেন্ট্রাল কমান্ড এই হামলায় এক বিবৃতিতে সাধারণ নাগরিক হতাহতের আশঙ্কার কথা জানায়।

ওই পরিবারের প্রতিবেশী আহাদ নামের এক ব্যক্তি বলেন, বিকেল ৫টার দিকে নিজের বাড়িতে ঢোকার সময় তিনি বিকট বিস্ফোরণের আওয়াজ পান। পরে তিনি আগুন নেভাতে সহযোগিতা করতে ছুটে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]