5879

03/16/2025 আজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

আজ ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ১৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট ২০২১ ১৭:৩৯

আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশি নাগরিকদের আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল থেকে রওনা দিয়ে বর্তমানে তারা কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) দোহা থেকে ভাড়া করা একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

প্রসঙ্গত, আফগান ওয়্যারলেসে কর্মরত ছয় বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার দোহায় পৌঁছান। শনিবার পৌঁছান আরও ছয়জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও তিন জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]