5921

03/16/2025 কিউইদের নাভিশ্বাস তুলছেন টাইগার বোলাররা, ৯ রানে ৪ উইকেট

কিউইদের নাভিশ্বাস তুলছেন টাইগার বোলাররা, ৯ রানে ৪ উইকেট

ক্রীড়া ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২১ ২২:২৫

ওপেনিং বোলিংয়ে ধারাবাহিক সাফল্য পেয়েই চলেছেন শেখ মেহেদি হাসান। অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টিতে প্রথম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন এই অফস্পিনার।

মেহেদির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে গোল্ডেন ডাকে ফিরেছেন অভিষিক্ত রাচিন রবিন্দ্র। ওভারের তৃতীয় বলে তাকে ফিরতি ক্যাচ বানান টাইগার অফস্পিনার। এরপর তৃতীয় ওভারে এসে সাকিব আল হাসান বোল্ড করেছেন উইল ইয়ংকে (৫)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৯ রান।

মেহেদি প্রথম ওভারে ২ রানে নিয়েছেন ১ উইকেট। পরের ওভারেও স্পিন বোলিংই করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি নাসুম আহমেদ ওই ওভারে দিয়েছেন ৪ রান। সাকিব ইনিংসের তৃতীয় ওভারে ১ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]