5923

03/16/2025 ৪৯ রানে ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের

৪৯ রানে ৭ উইকেট নেই নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

১ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৬

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।

বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবিন্দ্রকে ফিরিয়েছেন মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। চতূর্থ ওভারে নিউজিল্যান্ডকে জোড়া আঘাত দেন নাসুম আহমেদ। সাজঘরে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লুনডেলকে।

দশম ওভারে আক্রমণে এসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৬) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারে ফের আঘাত হানেন সাকিব, কোল ম্যাকনচিকে ফেরান শূন্য রানে। পরে সাইফউদ্দিন ফেরান ১৮ রান করা হেনরি নিকোলসকেও। প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩ ওভারে ৭ উইকেটে ৪৯ রান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]