5976

04/08/2025 শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত কাল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত কাল

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল রবিবার। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এই কথা জানান তিনি।

১২ বছরের ঊর্ধ্বে বয়সীদের দেয়া হবে ফাইজার ও মর্ডানার টিকা হবে বলেও জানান তিনি।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]