6007

03/16/2025 ধানমণ্ডিতে ভিকারুননিসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধানমণ্ডিতে ভিকারুননিসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩২

রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসা থেকে গতকাল রোববার (০৫ সেপ্টেম্বর) ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সাদিয়া তাসমীম কান্তা (১৪)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তার বাবার নাম মো. কবির হোসাইন এবং মা সাহিদা।

ধানমণ্ডি থানার এসআই অমৃতা চাকমা বলেন, ধানমণ্ডি এক নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হয়েছে সে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরিবারের বরাত দিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, মেয়েটির বাবা-মায়ের সম্পর্কছেদের পর থেকে নানা-নানুর কাছেই সে বড় হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]