6014

03/16/2025 ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহি!

১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহি!

বিনোদন ডেস্ক

৬ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৭

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন! সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে। তবে এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না মাহি। বিষয়টি নিয়ে মাহির বক্তব্য বরাবরই ‘না’। বলছেন, ‘গুজব ছড়ানো হচ্ছে।’

তবে আগামী ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন এই চিত্রনায়িকা। সেটা কী? তা স্পষ্ট করেননি তিনি। তবে মাহির স্ট্যাটাস দেখে অনেকে ধরে নিয়েছেন ‘গোপনে’ বিয়ে করেছেন তিনি। আর সেটাই প্রকাশ করবেন ওদিন। তার মানে, ১৩ সেপ্টেম্বর মাহির বিয়ের খবর প্রকাশ্যে আসছে! নাকি নতুন কোনো সিনেমার ঘোষণা!

‘সারপ্রাইজ’ প্রসঙ্গে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেটা তো আর এখন বলা যাবে না। তাহলে তো সারপ্রাইজ রইলো না। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]