6046

03/17/2025 গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২১ ২০:২৮

সোমবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

অধিকৃত গাজার খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর ওই বিমান হামলা চালানো হয়। খবর ওয়াফা নিউজের।

এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। ইসরাইলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ইসরাইল সোমবার রাতে প্রথমে খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর পর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আরও বিমানগুলো হামলা চালানো হয়।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, বিমান হামলা এতটা ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এ অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]