6048

03/16/2025 অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা মাইকেলের মরদেহ উদ্ধার

অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা মাইকেলের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২১ ২১:০১

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে মার্কিন অভিনেতা মাইকেল কে উইলিয়ামসের লাশ উদ্ধার করা হয়েছে। ৫৪ বছর বয়সি এ অভিনেতা এইচবিওর ড্রামা সিরিজে ‘দ্য ওয়্যারে’ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

মার্কিন গণমাধ্যমের বরাতে খবরে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা— মাত্রাতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

উইলিয়ামস তিনটি এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। বছরের পর বছর ধরে মাদকের সঙ্গে তার সংগ্রাম নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন।

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র জন গ্রিমপ্যাল বলেন, সোমবার একটি জরুরি কল পাওয়ার পর পুলিশ উইলিয়ামসের ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে যায়।

১৯৬৬ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া উইলিয়ামস নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। ব্রডওয়াক এম্পায়ার ও লাভক্রাফ্ট কান্ট্রির মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন উইলিয়ামস।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]