6054

03/17/2025 সাতক্ষীরায় ১০৫ ড্রাম ভেজাল মধু জব্দ

সাতক্ষীরায় ১০৫ ড্রাম ভেজাল মধু জব্দ

জেলা সংবাদদাতা, সাতক্ষীরা

৭ সেপ্টেম্বর ২০২১ ২২:৪২

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার হরিনগর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে র‍্যাব। এ সময় দুই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হরিনগর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম ও নজরুল ইসলামের দোকান থেকে ১০৫টি ড্রামে সংরক্ষণ করা ভেজাল মধু উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে শহিদুল ইসলামকে ৫০ হাজার ও নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজার গিফারী।

এ সময় র‍্যাব কর্মকর্তা ইসতিয়াক হোসেন, বিএসটিআই সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]