তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে ‘থালাইভি’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগামী ১০ সেপ্টেম্বর পর্দায় ব্যাপক পরিসরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে সিনেমাটির ‘হিন্দি ভাষার সংস্করণ’র মুক্তি আটকে থাকায় এর মুক্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন ভক্ত-অনুরাগীরা।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) গুলতের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
টুইটারে ভক্তরা পিভিআরকে হিন্দি সংস্করণ পর্দায় নিয়ে আসার জন্য দাবি তুলেছেন। তারা দাবিতে বলছেন, ‘থালাইভি সিনেমার হিন্দি সংস্করণ মুক্তি দাও পিভিআর’।
সিনেমাটির তামিল এবং তেলেগু ভাষার সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওতে অনলাইন প্রিমিয়ার হবে। আর হিন্দি ভাষার সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই সপ্তাহ পর অনলাইন স্ট্রিমিং হবে। সিদ্ধান্তটি ভারতীয় চলচ্চিত্র প্রতিষ্ঠান পিভিআর (PVR) এবং আইনওএক্স (INOX) প্রতিষ্ঠানের সঙ্গে মিলছে না। যে কারণে প্রেক্ষাগৃহে ‘হিন্দি ভাষার সংস্করণ’ প্রদর্শন করা হবে না বলে জানায় প্রেক্ষাগৃহ সংগঠনগুলো।