6064

03/16/2025 মোবাইল-কম্পিউটার থেকে চোখ ভালো রাখবেন যেভাবে

মোবাইল-কম্পিউটার থেকে চোখ ভালো রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২১ ০০:৩৬

বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বাড়িতে হোক বা অফিসে মোবাইল বা কম্পিউটার এখন আমাদের নিত্য সঙ্গী। এখন দিনের বেশির ভাগ সময়টাই কাটে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থেকে। এতে চোখের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে। চোখ কড়কড় করা, চোখ লাল ও জ্বালাভাব, চোখে চুলকানি, ঝাপসা দেখা, চোখের চারপাশ ব্যথা এবং কপাল-ঘাড়-মাথা ব্যথা হওয়া সবই জেঁকে বসেছে।

কিছু নিয়ম মেনে চললে চোখের এইসব সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন-

কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে রাখুন

মোবাইল বা কম্পিউটারের উজ্জ্বল আলোর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে কাজ করলে চোখে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই চোখের যত্নে মোবাইল বা কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে কাজ করা বুদ্ধিমানের কাজ।

মনিটর থেকে ২২ ইঞ্চি দূরে বসুন

বাড়িতে বা অফিসে কম্পিউটারে কাজ করার সময় মনিটর থেকে ২২ ইঞ্চি দূরে বসে কাজ করতে পারলে ভালো হয়। তবে মনিটরের খুব কাছে বা বেশি দূরে বসে কাজ করবেন না। খুব কাছে বা বেশি দূরে স্ক্রিন থাকলে চোখে সমস্যা হয়।

শুষ্ক চোখের যত্ন

স্ক্রিনের সামনে বসে সবার চোখ ড্রাই হয় না, তবে আপনার চোখে যদি এমন সমস্যা হয় তাহলে কিছুক্ষণ পর পর ঠাণ্ডা জলে চোখ ভালো করে ধুয়ে ফেলুন। চোখের শুষ্কভাব দূর করতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আই ড্রপও ব্যবহার করতে পারেন।

চোখ থেকে জল পড়লে যা করবেন

চোখ থেকে জল পড়লে কোল্ড-কমপ্রেস খুব ভাল কাজে দেয়। একটি কাপড়ে কয়েকটা বরফের কিউব নিন এবং এটি চোখের চারদিকে আলতো করে লাগান। এতে চোখের ব্যথা কমবে। যদি চোখে চুলকানি হয় তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখুন। ঘন ঘন চোখ স্পর্শ করবেন না এবং কিছুক্ষণ পর পর বিরতির সময় চোখ বন্ধ করে রাখুন।

হালকা ব্রেক নিন

দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে কাজ করার সময়ে কয়েক মিনিটের জন্য বিরতি নিন। শরীরের মতো চোখেরও বিশ্রামের দরকার হয়। ৩০-৪০ মিনিট একটানা কাজ করার পর ১০ মিনিটের বিরতি নিন। একটু পানি খান। বিরতির অর্থ হল, চোখ বন্ধ রেখে তাদের বিশ্রাম দিন। বিরতির অর্থ এই নয় যে, আপনি ল্যাপটপ বা কম্পিউটার, টিভি ছেড়ে ফোন ব্যবহার করা শুরু করবেন। বিরতির সময় কয়েক মিনিট স্ক্রিন থেকে একেবারে দূরে থাকুন। লাইট বন্ধ করে টিভি-ল্যাপটপ-ফোন ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন। এতে চোখে আরও চাপ পড়ে। চোখ সুরক্ষিত রাখতে, বারবার চোখের পলক ফেলুন। মাঝেমাঝে চোখে-মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।

২০-২০-২০ পদ্ধতি

আপনি যদি দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ বা কম্পিউটার মনিটরের সামনে বসে কাজ করছেন, তবে ২০-২০-২০ পদ্ধতিটি মেনে দেখুন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্যে বিশ্রাম দিতে হবে। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও কিছুর দিকে তাকিয়ে থাকুন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]