করোনাকালীন বিরতি ভেঙেছেন চিত্রনায়িকা মৌসুমী। জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনে কাজ দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই মৌসুমীর এই বিজ্ঞাপন। সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁর টপ ফ্লোরে এর শুটিং হয়েছে। এটি নির্মাণ করেছেন নির্মাতা ও অভিনেতা সৈয়দ আপন আহসান।
মৌসুমী বলেন, ‘এর আগেও আপন আহসানের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হয়েছি। তবে এবারেরটি অন্য রকম। পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতন করতে এটি নির্মিত হয়েছে। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো, করোনায় লকডাউন শেষে আমি করোনা বিষয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপন দিয়েই কাজে ফিরলাম।’
তিনি আরও বলেন, ‘একজন মানুষ হিসেবেই নয়, একজন শিল্পী হিসেবেও দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আশা করছি, বিজ্ঞাপনচিত্রটি সবার ভালো লাগবে।’
এদিকে, নির্মলেন্দু গুণের শিশু-কিশোর উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমায় অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রী। এছাড়া শিগগিরই তিনি মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙ্গন’, আবু তাওহীদ হিরণের ‘সংশয়ী’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার কাজ শুরু করবেন।