6123

03/17/2025 আওয়ামী লীগ জনগণের কাছ থেকে দেশ কেড়ে নিয়েছে: ফখরুল

আওয়ামী লীগ জনগণের কাছ থেকে দেশ কেড়ে নিয়েছে: ফখরুল

জেলা সংবাদদাতা, ঠাকুরগাঁও

৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণের নির্যাতনকারী, শোষণকারী দলে পরিণত হয়েছে। তারা দেশের মানুষের আশা-আকাঙক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়েছে। তাই তাদের ক্ষমা করা যায়না।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কয়েকজন ব্যক্তি ও আমলার সঙ্গে যোগসাজোস করে সমগ্র দেশকে শোষণ করছে আওয়ামী লীগ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজনৈতিক স্থবিরতার পর আবারও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এ সরকারকে হটানোর আন্দোলন করা হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দাবি করে দলের মহাসচিব বলেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।

তালেবান সরকার ইস্যুতে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ এটা আমরা সমর্থন করিনা। যে সরকারই আসুক সেই দেশের জনগণের অধিকার মুল্যায়ন করবে এমনটাই আশা করি।

তিনি বলেন, বিএনপিতে জোট ও ঐক্যফ্রন্ট ভেঙ্গে যায়নি, বিএনপির একটা দাবি, সরকার সরে গিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা হোক।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আলম আল মামুন, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনদিনের সাংগঠনিক সফর শেষে মির্জা ফখরুল সকালেই ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]