6129

03/17/2025 পাবজিসহ ৮ ই-স্পোর্টস যুক্ত হচ্ছে ২০২২ সালের এশিয়ান গেমসে

পাবজিসহ ৮ ই-স্পোর্টস যুক্ত হচ্ছে ২০২২ সালের এশিয়ান গেমসে

ক্রীড়া ডেস্ক

৯ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯

২০২২ সালের ১৯তম এশিয়ান গেমসে যুক্ত হচ্ছে আটটি ই-স্পোর্টস ইভেন্ট। বাংলাদেশে জনপ্রিয় গেম পাবজিও আছে এই তালিকায়। আটটি মেডেল ইভেন্ট ছাড়াও প্রদর্শনী হিসেবে আরো দুইটি গেম যুক্ত হবে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

১৯তম এশিয়ান গেমস আয়োজিত হবে চীনের হাংঝু শহরে। ৮টি মেডেল ইভেন্টের গেম হচ্ছে, পাবজি মোবাইল, এরেনা অব ভ্যালর, লিগ অব লিজেন্ডস, ডোটা ২, ড্রিম থ্রি কিংডমস ২, ইএ স্পোর্টস ফিফা ব্র্যান্ডেড সকার গেমস, হার্থস্টোন এবং স্ট্রিট ফাইটার ৫।

আশা করা যাচ্ছে এর মাধ্যমে চীন এবং এশিয়ায় ইস্পোর্টসের বিপ্লব আরো ত্বরান্বিত হবে। বর্তমানে বাংলাদেশে তথা পুরো এশিয়ায় পাবজি মোবাইলের প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্ট চলমান আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]