614

04/04/2025 ওকে’ শব্দটি এলো যেভাবে

ওকে’ শব্দটি এলো যেভাবে

রকমারি ডেস্ক

২১ মে ২০২০ ১৬:০৪

ওকে- এই একটি শব্দ দিনে আমরা অনেকবার মুখ দিয়ে উচ্চারণ করে থাকি। শুধু বড়রা নয় ছোটরাও এই বুলিটি আগেই রপ্ত করে। ‘ওকে’ শব্দের অর্থ হলো ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবনে সবাই ‘ওকে’ বলা নিয়ে ব্যস্ত।

একটি গবেষণায় জানা গেছে, দিনে একজন পুরুষ সাধারণত ২ হাজার এবং একজন নারী ৫ হাজার শব্দ ব্যবহার করে। তবে সারা দিনে সবচেয়ে বেশি বার আমরা যে শব্দটি ব্যবহার করি তা হলো ‘ওকে’।

শুধু সামনাসামনি কথা বলার সময় নয়, ফোনে কথা বলার সময়, মেসেজে, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশিবার এই শব্দই ব্যবহার করে থাকি। গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ‘ওকে’। তবে জানেন কি এই শব্দটি এলো কীভাবে? ১৮৩৯ সালে দুই সংবাদপত্র বস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। অর্থ- অল কারেক্ট। অর্থাৎ, সব ঠিক আছে।

আর এভাবেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই শব্দটি। তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। মূল শব্দটি লেখা হয়েছিল ইংরেজি ‘ও কে এ ওয়াই’ চারটি বর্ণ দিয়ে যা এখন শুধু ‘ও এবং কে’-তেই সীমাবদ্ধ। এ ছাড়া এর অর্থও এখন ‘আচ্ছা’ কিংবা ‘ঠিক আছে’ বুঝায় যা কিনা প্রকৃতপক্ষে ছিল সব ঠিক আছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]