আগামী গ্রীষ্মে ব্যস্ত সময় কাটাবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে বাংলাদেশ, ভারত ও নেদ্যারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে তারা। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সম্ভবত আমাদের ক্রিকেট ইতিহাসে গ্রীষ্মকালে এটি সবচেয়ে ব্যস্ততম শিডিউল। এটা দারুণ ব্যাপার, হোমগ্রাউন্ডে আমরা কোয়ালিটি ক্রিকেট খেলব। যদিও আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। এদেশে পূর্ণাঙ্গ সিরিজ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলতে আসবে ভারত। ওয়ানডে ও টেস্ট খেলতে এখানে সফর করবে বাংলাদেশ। আর প্রথমবারের মতো এখানে ওয়ানডে খেলতে আসবে নেদারল্যান্ডস।’
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে দিয়ে ব্যস্ততা শুরু হবে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সেঞ্চুরিয়নে ম্যাচগুলো হবে। এরপর প্রোটিয়াদের আতিথ্য নেবে ভারত। যদিও ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে।
পরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন ডি ককরা। তারপর নিজেদের ডেরায় বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট দিয়ে মৌসুম শেষ করবেন তারা। দুই দলের লড়াই হবে ২০২২ সালের ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত।