6148

03/17/2025 সবুজবাগে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সবুজবাগে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢামেক সংবাদদাতা

১০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৪

রাজধানীর সবুজবাগে চোর সন্দেহে হৃদয় (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে সবুজবাগ এলাকায় গিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পাই। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন ওই যুবককে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আনোয়ার বলেন, আমরা তার নাম জানতে পারলেও কোনো ঠিকানা পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]