6163

03/18/2025 কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত ৩

কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত ৩

জেলা সংবাদদাতা, কুমিল্লা

১১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১০

কুমিল্লা-সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় রিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-রিকশা চালক জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নেরর কালাকচুয়ার ইসমাঈল হোসেন সাগর( ৩০), রিকশার যাত্রী সিলেট মৌলভী বাজার জুড়ী এলাকার আব্দুল আহাদ(২৯) অপর যাত্রী একই এলাকার মো. ই্উসুফ (২২)।

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন-ট্রাকচালক বগুড়া জেলার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু, একই এলাকার মো. হাফিজার ররহমান এর ছেলে বিল্লাল হোসেন এবং আব্মিদুল আজিজ এর ছেলে মিজানুর রহমান।

ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান বলেন, ‘সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। ঠিক তখনই ট্রাকটি দাঁড়িয়ে থাকা যাত্রীসহ রিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই রিকশার চালকসহ তিন জন নিহত হন। এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় রিকশাটি। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও রিকশাটিকে উদ্ধার করা হয় এবং মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com