6183

03/17/2025 সত্তরেও মারকুটে রজনীকান্ত

সত্তরেও মারকুটে রজনীকান্ত

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৬

ফার্স্ট লুক পোস্টারের পরে এ বার ‘আন্নাথে’ নির্মাতারা মুক্তি দিলেন সিনেমাটির মোশন পোস্টার। আর বরাবরের মতোই এ বারও মারকুটে ভঙ্গিতে দক্ষিণ ভারতীয় মেগাস্টার রজনীকান্ত। তাঁর স্টাইলিশ লুক আর ক্লাসিক হিরো ভঙ্গি জয় করেছে ভক্তদের মন।

বয়স ৭০। কিন্তু এ যেন রজনীকান্তের কাছে শুধুই সংখ্যা। তাঁর সিনেমা মানেই বক্স অফিসে সুপারহিট। বিশ্বজুড়ে অগণিত ভক্ত তাঁর নতুন সিনেমার অপেক্ষায় থাকেন। এ বারও অপেক্ষায় ‘আন্নাথে’ সিনেমার জন্য।

সুপারচার্জড মোশন পোস্টারে দেখা যাচ্ছে, রজনীকান্ত মোটরসাইকেলে মারকুটে ভঙ্গিতে। তাঁর হাতে অস্ত্র। ব্রিজের ওপর তাঁর অ্যাকশন দৃশ্য দেখে ভক্তরা বলছেন, ‘একমাত্র রজনীকান্তই পারেন’।

সিরুথাই শিবা পরিচালিত ‘আন্নাথে’ প্রযোজনা করছে সান পিকচার্স। এই অ্যাকশন এন্টারটেইনারে আরও অভিনয় করেছেন মীনা, খুশবু, নয়নতারা, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, জগপতি বাবু, প্রকাশ রাজ ও বেলা রামমূর্তি।

এর আগে সিনেমাটি পোঙ্গাল উৎসবে মুক্তির কথা ছিল। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে সম্ভব হয়নি। সিনেমাটি দীপাবলি উৎসব উপলক্ষে মুক্তি পাবে এ বছরের ৪ নভেম্বর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]