6208

03/18/2025 বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা!

বিয়ের পিঁড়িতে বসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা!

বিনোদন ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৯

প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। মুখ ফসকে সে তথ্য ফাঁস করলেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকার বিয়ের খবর নিয়ে এর আগেও কানাঘুষো শুরু হয়েছিল মুম্বইয়ের টেলিপাড়ায়। ‘পবিত্র রিশতা ২.০’ শুরু হতে চলেছে। ৭ বছর পরে ফিরতে চলেছে সেই জনপ্রিয় ধারাবাহিক, যেখানে অভিনয়ের পরেই খ্যাতির মুখ দেখেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। সুশান্তের পরিবর্তে এবার ‘মানব’ হিসেবে অভিনয় করছেন শাহির। সেই ধারাবাহিক উপলক্ষে এক সাক্ষাৎকার দিতে গিয়েই শাহির বলেছেন, ধারাবাহিক ‌শেষ হয়ে গেলে অঙ্কিতা বিয়ে করবেন ভিকিকে। অঙ্কিতা যদিও সঙ্গে সঙ্গেই সেই দাবি নস্যাৎ করেছেন।

শাহিরকে চুপ করিয়ে দিয়ে অঙ্কিতা বলেছেন, সে রকম কোনও পরিকল্পনা নেই। আমি এখনই নতুন কিছু করছি না। তবে আগামী ফেব্রুয়ারি নাগাদ নতুন একটি পরিকল্পনা রয়েছে। গত মে মাসে আর একটি সাক্ষাৎকারে ভিকির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, তিন বছরের প্রেমিকের সঙ্গে বিয়ে করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]