6223

03/17/2025 ওল্ড ট্র্যাফোর্ডে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ রোনালদো

ওল্ড ট্র্যাফোর্ডে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ রোনালদো

ক্রীড়া ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮

ঘরের ছেলে ঘরে ফিরেছে—এই ছোট্ট বার্তায় ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার কথা জানান দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ছোট্ট বার্তাটিই মুহূর্তের মধ্যে ট্রেন্ড হয়ে যায় টুইটারে। শতশত বার্তায় রোনালদোকে অভিবাদন জানান ম্যানইউ ভক্তরা।

ফেরার ঘোষণার পর এবার সাবেক তারকাকে নতুন ভাবে মাঠে পেল ইউনাইটেড ভক্তরা। রোনালদো ইজ ব্যাক—লেখা প্ল্যাকার্ডে উজ্জ্বল ছিল পুরো ওল্ড ট্র্যাফোর্ড। ম্যাচজুড়েই রোনালদোর গানে মগ্ন ছিলেন ভক্তরা। দ্বিতীয়বার ম্যানইউর হয়ে মাঠে ফেরার দিনে ভক্তরা যে এভাবে গ্রহণ করবে সেটা রোনালদো নিজেও কল্পনা করতে পারেননি। ম্যানইউ ভক্তদের ভালোবাসায় রীতিমতো মুগ্ধ পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার।

প্রিমিয়ার লিগে গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় মেয়াদে ম্যানইউতে অভিষেক হয় রোনালদোর। ফেরার ম্যাচ অবশ্য দারুণভাবে রাঙিয়েছেন রোনালদো। জোড়া গোল করে ফেরাটা স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ তারকা। ম্যাচটিতে তার দলও জিতেছে ৪-১ গোলে। দলের হয়ে দুই অর্ধে দুটি গোল করেছেন রোনালদো। সঙ্গে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেস ও জেসে লিনগার্ড।

প্রায় ১২ বছর ১২৪ দিন পর আবারও প্রিমিয়ার লিগে গোল করলেন রোনালদো। রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে শেষ ২০০৯ সালের মে মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছিলেন তিনি। প্রথম গোল পাওয়া রোনালদো দ্বিতীয় গোলটি পান ৬২ মিনিটের মধ্যে। এরপর ম্যাচ শেষে ভক্তদের ভালোবাসা নিয়ে বিবিসি স্পোর্টকে রোনালদো বলেন, ‘সমর্থকেরা আমার সঙ্গে যা করেছে, তাদের প্রশংসা করতেই হবে। নিজেকে গর্বিত মনে হয়েছে। এটা অবিশ্বাস্য। ম্যাচ শুরু করার সময় আমার খুব নার্ভাস লাগছিল। এটাই স্বাভাবিক। এ ছাড়া আমি আশা করতে পারিনি যে তারা পুরো ম্যাচে আমার নামে গান গাইবে। নার্ভাস না থাকলেও সেটা আমি বুঝতে দিতে পারতাম না। তারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, সেটা এক কথায় অসাধারণ।’

নিজের ফেরা নিয়ে রোনালদো যোগ করেন, ‘আমার জন্য এটা ছিল অবিশ্বাস্য এক মুহূর্ত। আমি খুব নার্ভাস ছিলাম। ভাবছিলাম আমি ভালো খেলতে চাই, আর দলকে যে সাহায্য করার সামর্থ্য আমার আছে সেটা দেখাতে চাই। আমি এখানে ম্যাচ জিততে আর দলকে সাহায্য করতে এসেছি। নিশ্চয়ই আমি গোল করে আনন্দিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল। আর, দল ভালো খেলেছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]