6274

03/20/2025 তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করে মাস সেরা জো রুট

তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করে মাস সেরা জো রুট

ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫০

আগস্ট মাসের সেরা হওয়ার দৌঁড়ে ছিলেন ভারত-পাকিস্তানের দুই তারকা পেসার জসপ্রীত বুমরাহ ও শাহিন শাহ আফ্রিদি। এই দুই পেসারকে ছাড়িয়ে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে আগস্ট মাসে প্রথম তিন টেস্টে ধারাবাহিক সেঞ্চুরি করেন জো রুট। তিন টেস্টে তিন সেঞ্চুরিতে ৫০৭ রান করেন ইংলিশ এ অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারত এবং পাকিস্তানের দুই তারকা পেসার বুমরাহ ও শাহিন আফ্রিদিকে ছাড়িয়ে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রুট।

আইসিসির এই পুরস্কার প্রদানকারী প্যানেলের সদস্য জেপি ডুমিনি, পুরস্কারের জন্য জো রুট সম্পর্কে বলেন, অধিনায়ক হিসাবে প্রত্যাশা ও চাপ তো থাকেই। তা সত্ত্বেও জো রুট যেভাবে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তা আমাকে প্রভাবিত করেছে।

নারী ক্রিকেটারদের মধ্যে আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের এইমার রিচার্ডসন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]