6284

03/18/2025 মা টাকা না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মা টাকা না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

জেলা সংবাদদাতা, লক্ষ্মীপুর

১৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৮

মা টাকা না দেওয়ায় অভিমানে আজিম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আজিম লাহারকান্দি গ্রামের লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতের পিয়ন মহিন উদ্দিনের ছেলে ও বাইশমারা মডেল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিমরা তিন ভাই। আজিম সবার বড়। ঘটনার আগে তার মা ছোট ভাইদের টাকা দিচ্ছিলেন। এটি দেখে সেও মায়ের কাছ থেকে টাকা চায়। কিন্তু তাকে টাকা দেওয়া হয়নি। এতে অভিমান করে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘরে আসে। পরে দরজা ভেঙে কক্ষে ঢুকে আজিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, ঘটনাস্থল গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]