6301

04/26/2024 চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১০ গোলদাতা

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১০ গোলদাতা

ক্রীড়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১

ক্লাব ফুটবলে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ। আজ সেই টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু হচ্ছে। প্রথম দিনই অভিযান শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্টাম্পফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ জেনিত। ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ইয়াং বয়েজের।

ইউরোপসেরা এই লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ১৭৬ ম্যাচে ১৩৪ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৫, রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ও জুভেন্টাসের হয়ে ১৪ গোল করেছেন তিনি।

১৪৯ ম্যাচে ১২০ গোল করে তালিকার দুইয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মেসির সবগুলো গোলই বার্সা হয়ে। সময়ের আরেক বড় তারকা রবার্ট লেভানদোস্কি আছেন তৃতীয় স্থানে। ৯৬ ম্যাচে ৭৩ গোল তার। করিম বেনজেমা ও রাউল গঞ্জালেসের সমান ৭১ গোল।

তালিকার ছয়ে আছেন ডাচ তারকা রুড ভ্যান নিস্টালরয়। তার গোল সংখ্যা ৫৬টি। ৫০ গোল করে ফরাসি কিংবদন্তি থিয়েরি হেনরি রয়েছেন সাতে। ৪৯ গোল করা অ্যালফ্রেডো ডি স্টেফানি রয়েছেন ৮ নম্বরে। সমান ৪৮ গোল রয়েছে ইউক্রেনের আন্দ্রে শেভচেংকো (১০০ ম্যাচ) ও সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের ( ১২০ ম্যাচ)।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]