ঢাকার দোহারের সুতারপাড়া হলের বাজার থেকে নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বাজারের পরিচ্ছন্নকর্মী হিসেবে দীর্ঘ ৩৫ বছর যাবৎ কাজ করে আসছিল।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলার সুতারপাড়া এলাকার চান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোরে স্থানীয় মাছ ব্যবসায়িরা আড়তের পাশে একটি হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে সে হলের বাজারের পরিচ্ছন্নকর্মী নুরুল ইসলামের লাশ চিহ্নিত করে তারা। নিহতের দুই হাত বাঁধা ও দুই পা মোটা তার দিয়ে বাঁধা ছিল।
পরে বাজারের ব্যবসায়ী ও গ্রাম পুলিশ দোহার থানা পুলিশকে ঘটনাটি অবগত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, কি কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।