নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে আলাবাবু (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত আলাবাবু সাপাহার উপজেলার কোচকুড়িলিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া শেষ করে আলাবাবু ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি সাপের বিষে চিৎকার করতে থাকেন। ঘটনার পর তার পরিবারের লোকজন রাতে তাকে স্থানীয় এক ওঝা, কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। সারা রাত ঝাড়ফুঁক শেষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আলাবাবু মারা যান।
সংবাদ পেয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাপের কামড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।