6398

03/18/2025 ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

অর্থনীতি ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:০৫

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব সদস্যরা মোহাম্মদপুরের সৈয়দ রোডের অভিযান শুরু করে। তারপরই দুজনকে আটক করা হয়।

এর আগে র্যাব-২ এর অপারেশন অফিসার ফজলুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪টার দিকে ওই অভিযান শুরু হয়। গোয়েন্দাসহ অন্যরা বাসার ভিতরে রয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে ব্রিফ করা হবে জানান তিনি।

রাজধানীর গুলশান থানায় একজন গ্রাহক রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রায় সোয়া তিন লাখ টাকা প্রতারণা ও আত্মসাতের মামলা করেন। এর পরই এই অভিযান ও আটকের তথ্য এল।

এর আগে গত মঙ্গলবার দেশের ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্তের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তমন্ত্রণালয় কমিটি জানায়, ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]