6407

03/18/2025 এবার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা

এবার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪০

খেলার মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায় নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে তারা। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় বিষয়টি। সাবেক তারকা পেসার শোয়েব আক্তার তো বলেই দিয়েছেন ‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড।’

কিউইদের সিরিজ বাতিলের প্রভাবটা ভালোভাবেই পড়বে পাকিস্তান ক্রিকেটের ওপর। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সেটা। নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর আসন্ন পাকিস্তান সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী মাসে পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেট দলের। তবে এই সফর নিয়ে আগামী ‘২৪ থেকে ৪৮ ঘণ্টার’ মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে ইসিবির।

এনিয়ে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার ব্যাপারে অবগত আছি। পাকিস্তানে থাকা আমাদের নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আগামী দুয়েকদিনের মধ্যেই ইসিবি আসন্ন সফরের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে।’

২০০৫ সালের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। বলা হচ্ছিলো ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন চলাকালীন সময়ে ইংল্যান্ড সফরের প্রতিদান হিসেবে এবার পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। কিন্তু সেটি নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]