6426

03/18/2025 যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১

রাজধানীর যাত্রাবাড়ী মাছ বাজার এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী মাছ বাজার এলাকার ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠাই। নিহত ব্যক্তির বয়স অনুমানিক ৫০ বছর।

তিনি আরও জানান,আশেপাশের লোকজনের মুখে জানতে পারি, নিহত ব্যাক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]