6516

04/12/2025 কক্সবাজারে কৃষক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

কক্সবাজারে কৃষক লীগের সাধারণ সম্পাদককে গুলি করে হত্যা

জেলা সংবাদদাতা, কক্সবাজার

২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৬

কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফাঁসিয়াখালী ৯নং ওয়ার্ডের ঘোনারপাড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চিত্রশিল্পী একই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে।

৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, ‘রোববার দিবাগত রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠোনে পড়ে রয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে নিহতের চাচাতো শালা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি, সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এর মধ্যে তার শালা বাসার দরজা খুললে দূর্বৃত্তরা তাকেও ডাক দেয়। কিন্তু তিনি ভয়ে ঘর থেকে বের হননি। ’

দুর্বৃত্তরা ৪/৫ জন ছিল। অন্ধকার থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি বলেও জানান ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন।

এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com