6571

03/19/2025 শিগগির বিয়ের পিড়িঁতে বসবে সিদ্ধার্থ-কিয়ারা!

শিগগির বিয়ের পিড়িঁতে বসবে সিদ্ধার্থ-কিয়ারা!

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১ ০৫:৩৬

বলিউড মানেই নতুন নতুন প্রেম আর বিয়ের খবর। তবে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের রসায়ন নতুন কিছু নয়। তাদের প্রেম যেন এক ওপেন সিক্রেট।

তবে নতুন খবর হচ্ছে খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন বি টাউনের এই লাভ বার্ড জুটি। বলিউডের জনপ্রিয় এই জুটিকে সর্বশেষ ‘শেরশাহ’ সিনেমায় একসাথে জুটি বাঁধতে দেখা গেছে। এ সিনেমার সফলতার পর তাদের সাত পাঁকে বাঁধা নিয়েও গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

সম্প্রতি বলিউড বাবলকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের প্রেমের সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেন সিদ্ধার্থ মালহোত্রা।

যেখানে ভক্তদের সাথে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন তিনি। সেখানে তাকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ‘কবে বিয়ে করছেন’ এ বিষয়ে। ভক্তদের এমন প্রশ্নে ‘শেরশাহ’ অভিনেতা হেসে বলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি জানি না। কারণ আমি কোনো জ্যোতিষী নই। তাই কোনো কিছু ঘটার আগে আমি কিছু বলতে পারবো না। যখন এমন কিছু ঘটবে তখন সবাইকে আমি জানাবো।’

এরপর ভক্তদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আসলে আমি এখন এ বিষয়ে কিছুই জানি না। আর বিয়ে করার সময় কবে তার কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। আমি মনে করি সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না পরেও না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]