6585

03/19/2025 অভিনেতা উইলি গার্সন আর নেই

অভিনেতা উইলি গার্সন আর নেই

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:১২

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ খ‌্যাত হলিউড অভিনেতা উইলি গার্সন। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শারীরিক অসুস্থতাজনিত কারণে ২০ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানিয়ে উইলির পুত্র নাথেন গার্সন লিখেন—‘আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। শান্তিতে ঘুমাও। আমি খুবই আনন্দিত কারণ তুমি তোমার সমস্ত অ‌্যাডভেঞ্চার আমার সঙ্গে শেয়ার করেছো। আমি তোমার জন‌্য গর্বিত। তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। তুমি যতটা জানো তারচেয়েও বেশি তোমাকে ভালোবাসি।’

আশি-নব্বই দশকে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ‌্য দিয়ে ক‌্যারিয়ার শুরু করেন উইলি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’-তে স্টানফোর্ড চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘সেক্স অ‌্যান্ড দ‌্য সিটি’ সিনেমায় একই চরিত্রে অভিনয় দেখা যায় তাকে। এটি ২০০৮ সালে মুক্তি পায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]