রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম জানান, খবর পেয়ে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়। জানতে পেরেছি ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, রাত পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করি। নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।