6603

03/19/2025 ১‘শ বছর বয়সেও প্রতি তিন দিনেই ‘কুরআন খতম’ দেন বৃদ্ধ!

১‘শ বছর বয়সেও প্রতি তিন দিনেই ‘কুরআন খতম’ দেন বৃদ্ধ!

আর্ন্তজাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৮

সাধারণত বয়স হলে মানুষের শারীরিক অক্ষমতা বেড়ে যায় আর স্মৃতিশক্তি অনেক লোপ পেয়ে যায়।

কিন্তু সবার এমন ধারণাকে ভুল প্রমাণিত করেছেন, সৌদি আরবের মুমলাকাত জে’লার জুলফি অঞ্চলে বসবাসরত এক অধিবাসী।

আল কুরআন প্রেমিক শতাব্দীছোঁয়া ১শ’ বছর বয়সী বৃদ্ধ শায়খ মুহাম্মদ আস-সুইকত মাত্র ৩ দিনেই পূর্ণ কুরআন কারিমের খতম দিয়ে থাকেন।

মুহাম্মদ আস সুইকত বর্তমানে তিনি নিজ এলাকার এক মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার লোক শায়খ মুহা’ম্মা’দের ভিডিও ক্লিপটি পছন্দ করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]