6606

03/14/2025 ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা সংবাদ, টাঙ্গাইল

২৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ত্রিমুখী গাড়ির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

বিষয়টি কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রাসেল নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম পাওয়া যায়নি।

মো. রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে নতুন করে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত ১০ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত‌্যু হয়েছে। এরপর হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]