এবার বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দর ও সুনিতা আহুজা ছেলে যশবর্ধন আহুজা।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম দেয়া সাংক্ষাৎকারে গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজা বলেন, ‘ভালো প্রযোজনা সংস্থার খোঁজে আমরা। ভালো গল্পও হতে হবে। হাজার হোক তার প্রথম সিনেমা। এই মুহূর্তে সে শরীরচর্চা নিয়ে কাজ করছে। নাচ, অভিনয় শিখছে। খুব শিগগির সিনেমায় ছেলের নাম লেখাতে চাই।’
‘ডিশুম’, ‘তাড়াপ’ সিনেমায় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সহকারী হিসেবে কাজ করেছেন যশবর্ধন। করোনার কারণে ছেলের সিনেমায় অভিষেক পিছিয়েছে বলে জানান সুনিতা। এ প্রসঙ্গে বলেন, ‘লকডাউনের কারণে যশবর্ধনের অভিষেক পিছিয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে তার বিষয়ে কথা বলেছি।’